আন্দোলনের সঙ্গে জুলাই বিপ্লবের সংগঠনগুলোর সম্পর্ক নেই: রেড জুলাই

৬ দিন আগে
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে চলমান আন্দোলনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই বিপ্লবের সঙ্গে যুক্ত সংগঠনগুলোর কোনো সম্পর্ক নেই, এমনটাই দাবি করেছেন সংগঠনগুলোর একটি অংশ রেড জুলাই।

সোমবার (৩০ জুন) দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান রেড জুলাই সংগঠনের আহ্বায়ক আব্দুল্লাহ আল শাফিল।


তিনি বলেন, এই আন্দোলনের সূচনা হয়েছিল এসআই সুকান্তকে গ্রেফতারের দাবিকে কেন্দ্র করে। কাউকে টিকিয়ে রাখা বা নামানোর উদ্দেশ্যে এ আন্দোলন শুরু হয়নি। কিন্তু বর্তমানে গুটিকয়েক সহযোদ্ধাকে ব্যবহার করে একটি বিশেষ মহল আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছে।


আরও পড়ুন: কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে ফের সড়ক অবরোধ


শাফিল আরও বলেন, জুলাই আন্দোলনের মূল চেতনা ছিল বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম। কোনো ব্যক্তিকে কেন্দ্র করে যদি আন্দোলনের ভাবমূর্তি নষ্ট হয়, তবে তা প্রতিহত করা হবে। আমরা জুলাই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী ছাত্র-জনতা হিসেবে এর দায়ভার নেব না।


সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জুলাই মাসজুড়ে ৩৬ দিনের কর্মপরিকল্পনাও ঘোষণা করা হয়।


এর আগে, গত ২৫ জুন এসআই সুকান্তকে গ্রেফতারের দাবিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের সামনে ছাত্র-জনতা ব্যানারে আন্দোলন শুরু হয়। পরে সেই আন্দোলন এক দফা দাবি পুলিশ কমিশনারের পদত্যাগে রূপ নেয়। ২৯ জুন একই ব্যানারে জেলা প্রশাসকের পদত্যাগের দাবিও জানানো হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন