আন্তর্জাতিক ম্যাচ জিতলে আত্মবিশ্বাস বাড়ে: টেইট

৬ ঘন্টা আগে
বিশ্বকাপের আগে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ বাংলাদেশের। সেই ম্যাচটা আবার সিরিজ নির্ধারণী। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্ল্যাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে আয়ারল্যান্ড সিরিজের শেষ টি-টোয়েন্টিটি। জিতলেই বছরটা জয় দিয়ে শেষ করার সুযোগ টাইগারদের।

হার দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় ম্যাচে তিন পরিবর্তনে মাঠে নেমেছিলো বাংলাদেশ। শেষে গিয়ে খেই হারালেও জয় নিয়ে মাঠ ছাড়ে লিটন দাসরা। সিরিজ নির্ধারণীতে অবশ্য সেদিনের ভুল শুধরে সেরা ক্রিকেট খেলতে চায় টাইগাররা।


ম্যাচের আগের দিন (সোমবার) সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট। নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করলেই টাইগারদের জয় নিয়ে সংশয় দেখছেন না এই অজি কোচ।


তিনি বলেন, 'আমার মনে হয়, নিজেদের কাজ জটিল করে তোলার কোনো প্রয়োজন আমাদের নেই। স্রেফ ভালো ক্রিকেট খেলতে হবে এবং জিততে হবে। প্রতিটি জয়, প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ জিতলেই সেটা থেকে আত্মবিশ্বাস মেলে। আমরা যদি জয় দিয়ে বিরতিতে যেতে পারি, সেটিই সেরা ব্যাপার হবে। আমার তাই মনে হয়, চিন্তাভাবনা জটিল করার দরকার খুব একটা নেই।'

 

আরও পড়ুন: বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিজয়


আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে বিশ্বকাপ মিশন। এর আগে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়বেন বিপিএলে। এই ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টের মান নিয়ে প্রশ্ন আছে, তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে থাকবেন শিষ্যরা, তাতেই খুশি সাবেক অজি স্পিডস্টার।


তিনি বলেন, 'আমি চোটের শঙ্কা নিয়ে ভীত নই। এটা আমার নিয়ন্ত্রণে নেই। ভালো দিক হচ্ছে, খেলোয়াড়েরা বিশ্বকাপের আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে। চোট যেকোনো সময়, যেকোনো জায়গায় হতে পারে, এটা আমার নিয়ন্ত্রণে নেই। বিশ্বকাপের সূচিও আমার হাতে নেই।'


একই দিনে নিজেদের ঝালিয়ে নিয়েছে অতিথিরা। বেলা দেড়টা নাগাদ শুরু হয়েছিল তাদের অনুশীলন। টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে জয় হতে পারে দারুণ অনুপ্রেরণার। তাই ম্যাচটা জিততে চাইবে তারাও। 

]]>
সম্পূর্ণ পড়ুন