শনিবার (১৮ অক্টোবর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু গণমাধ্যমে বিএসসিপিএলসি’র মতামত ছাড়া ‘ব্যান্ডউইথ ঘাটতি’ সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। দেশে আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহে বর্তমানে কিংবা ভবিষ্যতে কোনো ঘাটতির আশঙ্কা নেই।
আরও পড়ুন: বড় ব্যান্ডউইথ ঘাটতির মুখে বাংলাদেশ, সমাধান কোন পথে?
এছাড়া, একটি স্বার্থান্বেষী মহল ‘আনট্রাস্টেড সাবমেরিন ক্যাবল সিস্টেম’ সংযোগের চেষ্টা করছে, যা দেশের সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি খাতের স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্সসহ বিভিন্ন দেশ এ ধরনের অনির্ভরযোগ্য সংযোগ সম্পর্কে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে।
বাস্তবে বর্তমানে দেশে কোনো ব্যান্ডউইথ সংকট নেই; বরং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র প্রায় ৩ হাজার জিবিপিএস (৩ টেরাবিট) ব্যান্ডউইথ অব্যবহৃত অবস্থায় রয়েছে।
তাই বিভ্রান্তিকর প্রচারে প্রভাবিত না হয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য ট্রাস্টেড সাবমেরিন ক্যাবল সিস্টেম থেকে ব্যান্ডউইথ গ্রহণ করে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
]]>
 ১ সপ্তাহে আগে
                        ৩
                        ১ সপ্তাহে আগে
                        ৩
                    







 Bengali (BD)  ·
                        Bengali (BD)  ·        English (US)  ·
                        English (US)  ·