আন্তর্জাতিক ক্রিকেট থেকে রাসেলের বিদায়ের ঘোষণা

৪ সপ্তাহ আগে
ওয়েস্ট ইন্ডিজে সফররত অস্ট্রেলিয়া স্বাগতিকদের সঙ্গে আগামী ২১ জুলাই থেকে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে। সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে আন্দ্রে রাসেলের ঘরের মাঠ জ্যামাইকার সাবিনা পার্কে। এই দুটি ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন রাসেল।

রাসেল আজ অবসরের ঘোষণা দিয়েছেন। বাকি তিন ম্যাচের জন্য তিনি দলের সঙ্গে সেন্ট কিটসে ভ্রমণ করবেন না। অবসরের ঘোষণায় তিনি বলেন, ‘এর অর্থ কী তা ভাষায় ব্যাখ্যা করা সম্ভব নয়। ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করা আমার জীবনের অন্যতম সেরা গর্বের অর্জন। ছোটবেলায় আমি এতদূর আসব বলে আশা করিনি। যত বেশি খেলবেন এবং খেলাটিকে ভালোবাসবেন, ততই বুঝতে পারবেন আপনার দ্বারা কী করা সম্ভব।’

 


রাসেল ২০১৯ সাল থেকে কেবল টি-টোয়েন্টিতেই খেলে আসছেন। মাঝে লম্বা সময় অভিমান করে জাতীয় দল থেকে দূরে ছিলেন তিনি। ড্যারেন স্যামি কোচের দায়িত্ব নেওয়ার পর তাকে জাতীয় দলে ফেরান। ফেরেন সুনিল নারিন ও শিমরন হেটমায়ারদের মতো ক্রিকেটাররাও।


২০১০ সালে জাতীয় দলে অভিষেক হয়েছিল রাসেলের। ৩৭ বছর বয়সি অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৮৪টি টি-২০, ৫৬টি ওয়ানডে ও একটি টেস্ট খেলেছেন। তিন ফরম্যাটে ২ হাজারের বেশি রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৩২ উইকেট। দলগত সাফল্যে তার নামের পাশে ২টি টি-২০ বিশ্বকাপ।


আরও পড়ুন: সাকিবদের হারিয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর


রাসেলের সিদ্ধান্ত জানার পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আজ অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা করেছে। প্রথমবারের মতো টি-২০ দলে ডাক পেয়েছেন টপঅর্ডার ব্যাটার জুয়েল অ্যান্ড্রু ও বাঁহাতি স্পিনার জেদিয়া ব্লেডস। প্রথমজন জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৩টি ওয়ানডে খেলেছেন, ব্লেডস একটি।


সিরিজের পরের ম্যাচগুলো যথাক্রমে ২৩, ২৬, ২৭ ও ২৯ জুলাই।


ওয়েস্ট ইন্ডিজ দল

শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, জেদিয়া ব্লেডস, রোস্টন চেজ, ম্যাথুউ ফোর্ডে, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রান্ডন কিং, এভিন লুইস, গুদাকেশ মতি, রোভম্যান পাওয়াল, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।

]]>
সম্পূর্ণ পড়ুন