আনোয়ার-রুবিও বৈঠক, ট্রাম্পের শুল্ক নিয়ে মালয়েশিয়ার উদ্বেগ

৪ সপ্তাহ আগে
যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের একতরফা পদক্ষেপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে মালয়েশিয়া। দেশটি বলছে, এই পদক্ষেপ মুক্ত বাণিজ্যের প্রবাহ এবং আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

বৃহস্পতিবার (১০ জুলাই) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন। বৈঠকে বাণিজ্য ইস্যু এবং বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আনোয়ার ফেসবুক পোস্টে বলেন, ‘মালয়েশিয়া মনে করে, এমন একতরফা পদক্ষেপ মুক্ত বাণিজ্যের প্রবাহকে ক্ষতিগ্রস্ত করে এবং আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে মালয়েশিয়ার মতো বাণিজ্যনির্ভর দেশগুলোর জন্য।’
 

 

তিনি আরও বলেন, ‘আমি এই অবস্থান ব্যক্ত করেছি যে, একটি ন্যায্য, ন্যায়সঙ্গত এবং উন্নয়নশীল দেশগুলোকে দমন না করে বাণিজ্য সিদ্ধান্ত নিশ্চিত করতে আলোচনার পথ খোলা রাখা উচিত।’

 

আরও পড়ুন: আরও ৭ দেশের ওপর শুল্কারোপ ট্রাম্পের, এবার তালিকায় কারা?

 

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মতে, এই বৈঠক মালয়েশিয়া-মার্কিন সম্পর্ককে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার উভয় দেশের অঙ্গীকারকে প্রতিফলিত করে।

 

বৈঠক ডিজিটাল বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা এবং শিক্ষা ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতার সুযোগ তৈরি করেছে। এছাড়াও, ফিলিস্তিন, ইউক্রেন এবং মিয়ানমারের মতো আঞ্চলিক বিষয়গুলো নিয়েও মতবিনিময় হয়েছে।

 

বৈঠকে আনোয়ার আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই বছরের অক্টোবরে কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য আসিয়ান-মার্কিন শীর্ষ সম্মেলন এবং পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানান।

 

আরও পড়ুন: ট্রাম্পের শুল্কারোপে ৩ বিলিয়ন ডলার মার্কিন ক্রয়াদেশ হারানোর শঙ্কা!

 

আনোয়ার বলেন, ‘মালয়েশিয়া দৃঢ়ভাবে বিশ্বাস করে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্ককেই শক্তিশালী করবে না, বরং সামগ্রিকভাবে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং শান্তির অনুঘটক হিসেবেও কাজ করবে।’

 

৫৮তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অংশ নিতে মালয়েশিয়া সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

 

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প ঘোষণা করেছেন, ১ আগস্ট থেকে মালয়েশিয়ার পণ্যের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হবে। মার্কিন শিল্পকে অন্যায্য বাণিজ্য প্রথা থেকে রক্ষা করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ১৪টি দেশের ওপর তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

]]>
সম্পূর্ণ পড়ুন