আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিতে হবে: চরমোনাই পীর

২ সপ্তাহ আগে
আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। অন্যথায় আন্দোলনের মাধ্যমে দাবি করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।


মুফতি রেজাউল করীম বলেন, ‘৫৩ বছরে রাজনৈতিক দলগুলো কিছুই দিতে পারেনি, নতুন করে আশা দেখিয়ে কোনো লাভ নেই।’


এরআগে, জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে প্রয়োজনীয় সংস্কার শেষ হবার পর নির্বাচন সম্পন্নের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, ‘ইসলামি আইন বাদ দিয়ে আমরা ভিন্ন কোনো আদর্শে কল্যাণ রাষ্ট্র চাই না৷ এবং বিচার বিভাগ পরাধীন থাকলে কল্যাণরাষ্ট্র সম্ভব নয়।’


আরও পড়ুন: প্রয়োজনীয় সংস্কার শেষ হবার পর নির্বাচন সম্পন্নের দাবি মুফতি ফয়জুল করীমের


ফয়জুল করীম আরও বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে দলীয় ব্যানারে জুলাই বিপ্লবে মাঠে ছিল অন্য কোনো রাজনৈতিক দল সেভাবে মাঠে ছিল না৷’


সংসদে নারীদের জন্য আলাদা কোনো আসন সংরক্ষণ করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন