একটা মেয়েবাবুর মা হওয়ার স্বপ্ন দেখেছিল সে। বয়ঃসন্ধির শুরু থেকেই কি? ঠিকঠাক বলা যাচ্ছে না। তবে বেশ অল্পবয়সেই। দশ কিংবা এগারোয় প্রথম ঋতুপাতে ভয়ে বিহ্বল তাকে মা সাহস জুগিয়েছিল এই বলে, তুই খুব উর্বর। একদিন যখন বাচ্চা জন্ম দিবি, দেখবি আমাকে ছাড়িয়ে গেছিস। কীভাবে নিজের মাকে ছাড়িয়ে যাবে সে? কারণ তার বাচ্চা হবে সুন্দর স্বাস্থ্যের অধিকারী। দু'গালে ফুটে বেরুবে আপেলরঙা লালিমা। বড় চোখ দুটিতে... বিস্তারিত