আনলাকি বলতে কিছু নাই, আল্লাহ যা রিযিকে রেখেছেন তাই হবে: নাঈম

২ সপ্তাহ আগে
পেন্ডুলামের মতো দুলছে গল টেস্টের ভাগ্য। গতকাল পর্যন্ত লড়াইয়ে কিছুটা এগিয়ে ছিল শ্রীলঙ্কা। তবে আজ (২০ জুন) বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন স্পিনার নাঈম হাসান। তার অনবদ্য বোলিংয়ে মাত্র ১৫ রানে স্বাগতিকদের শেষ চার উইকেট তুলে নিয়ে লিড আদায় করে নেয় বাংলাদেশ। এরপর নাজমুল শান্ত এবং সাদমান ইসলামদের সময়োপযোগী ব্যাটিং বাংলাদেশকে বসিয়েছে চালকের আসনে।

১২১ রান দিয়ে ৫ উইকেট নিয়ে আজকের অন্যতম সেরা পারফর্মার নাঈম। ক্যারিয়ারে এর আগেও দুবার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। তবে দেশের বাইরে এবারই প্রথম। এমন অর্জনের পর আজ সংবাদ সম্মেলনেও আসেন তিনিই।  

 

লঙ্কান ডেরায় বোলিংয়ে সাফল্যের পেছনে নিজের পরিকল্পনা নিয়ে নাঈম বলেন, 'আমি চেষ্টা করেছি একটা ভালো জায়গায় বোলিং করার, পেস ভ্যারিয়েশন করেছি আর সিমের পজিশনগুলো চেঞ্জ করে দেখেছি কোনটা ভালো হচ্ছে। একেকজন ব্যাটারকে একেক লাইনে বল করেছি।'

 

বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে গত কয়েক বছর ধরেই বেশ সফল স্পিনার নাঈম। দেশের উইকেটের সঙ্গে শ্রীলঙ্কার উইকেটের পার্থক্য নিয়েও প্রশ্ন উঠেছে সংবাদ সম্মেলনে। এ প্রসঙ্গে নাঈম বলেন, 'প্রথম শ্রেণীর ক্রিকেটে আমাদের লম্বা সময় ভালো বোলিং করতে হয়। উইকেটেও সুবিধা পাওয়া যায়। এখানে দেখা যায় উইকেট খুবই ভালো, এখানে ফিল্ড প্লেসিং অনেক গুরুত্বপূর্ণ। এখানে অনেক লম্বা সময় পর উইকেট বের হয়। কিন্তু প্রথম শ্রেণীতে অল্প সময় ভালো বোলিং করলেই উইকেট পাওয়া যায়।'

 

আরও পড়ুন: ড্র নয়, উইকেটের সুবিধা পেলে বাংলাদেশের লক্ষ্য জয়

 

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১২ টেস্টে ৩৯ উইকেট নিয়েছেন নাঈম। তবে এখনও এই ফরম্যাটে নিয়মিত হতে পারেননি। মাঝে মাঝেই দল থেকে বাদ পড়েন তিনি। সুযোগ পান না অন্য কোনো ফরম্যাটে। এসব কারণে নিজের ভাগ্যকে দোষ দেন কিনা, এমন প্রশ্নের উত্তরে নাঈম বলেন, 'আনলাকি বলতে কিছু নাই। যা আল্লাহ রিযিকে রেখেছেন, তাই হবে আলহামদুলিল্লাহ। সবার তো ক্যারিয়ার একই রকম হয় না। খেলোয়াড়দের একেকজনের ক্যারিয়ার একেকরকম হয়। আমারটা যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ।'

 

আগামীকাল দলের পরিকল্পনা নিয়ে নাঈম বলেন, 'উইকেট এখনও ভালো আছে। কিন্তু পঞ্চম দিনের উইকেট কেমন হবে, সেটা সবাই-ই জানে (স্বাভাবিকভাবে শেষ দিনের উইকেট বোলিং সহায়ক হয়ে থাকে)। উইকেটে ভাঙন তৈরি হচ্ছে, সেই সুবিধাটা নেয়ার চেষ্টা করব। যত ভালো সংগ্রহ করতে পারি, তত আমাদের জন্য ভালো হবে, ওরা চাপে থাকবে।'  
 

]]>
সম্পূর্ণ পড়ুন