মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নিমতলা-মেথরপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধে জড়ায় কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপ। এসময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে চারটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। এতে আহত হন জেলা শহরের হুজরাপুর এলাকার কার্তিক চৌধুরীর ছেলপ বিদ্যুৎ চৌধুরী ও বগুড়ার সূত্রাপুর এলাকার বাসিন্দা ও চাঁপাইনবাবগঞ্জ ল্যাবওয়ান মেডিকেল সার্ভিসেস ও হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী মো. রনি মিয়া।
ককটেল বিস্ফোরণে আহতদেরকে স্থানীয়রা তাদেরকে উদ্বার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসক।
আরও পড়ুন: মাদারীপুরে মানবপাচার মামলার আসামির বাড়ি থেকে ককটেল, গুলি উদ্ধার
ককটেল বিস্ফোরণের পর থেকেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।