রোববার (২৯ জুন) চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ
ডিএসইর তথ্য মতে, রোববার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৯ দশমিক ৫৬ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৬ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৪ হাজার ৮৬২ দশমিক ৩৯ পয়েন্টে ও ১ হাজার ৬৫ দশমিক ৫৭ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১০ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৩০ দশমিক ৯৯ পয়েন্টে।
আরও পড়ুন: জ্বালানিখাতে কমলেও ঢাকার পুঁজিবাজারে গড় লেনদেন বেড়েছে ব্যাংক-বীমায়
এ সময় ডিএসইতে ৩৬০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৬৪টির কোম্পানির শেয়ারের, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি।
এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৪৩ দশমিক ৭৮ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২৫ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৪৪৩ দশমিক ৮৭ পয়েন্টে ও ৮ হাজার ২২৫ দশমিক ০১ পয়েন্টে।
আরও পড়ুন: আইপিও আবেদনে বিনিয়োগের শর্ত তুলে নেয়ার সুপারিশ
এছাড়া সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৩৯ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৩৩ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৯ দশমিক ৮৯ পয়েন্টে ও ১১ হাজার ৬২১ দশমিক ৯৩ পয়েন্টে। আর সিএসআই সূচক বেড়েছে ১ দশমিক ৯০ পয়েন্ট। সূচক অবস্থান করছে ৮৬৩ দশমিক ৭৭ পয়েন্টে।
এ সময় লেনদেন হয়েছে ১ কোটি ৬১ লাখ ৫৩ হাজার টাকার।
লেনদেন হওয়া ৫৪ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৫টি কোম্পানি শেয়ারের, কমেছে ৭টির ও অপরিবর্তিত রয়েছে ১২টির।
]]>