রিমান্ড শুনানির জন্য রোববার (২২ ডিসেম্বর) দুপুরে তাকে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ তোলা হয়েছিল। শুনানির পর প্রিজনভ্যানে তোলার সময় একজন সাংবাদিক আসাদের কাছে জানতে চান কিছু বলবেন কি না?
এ সময় আসাদ বলেন, ‘কিচ্ছু বলার নাই। অন্যায়ভাবে আছি। বিজয় হবেই।’
পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তিনি প্রিজনভ্যানে ওঠেন।
আরও পড়ুন: সাবেক এমপি আনারের দেহাংশের সঙ্গে তার মেয়ের ডিএনএ মেলার খবর কি সত্য?
গত ৬ অক্টোবর ঢাকায় আটক হন আসাদুজ্জামান আসাদ। এরপর তাকে রাজশাহী জেলা ও মহানগরের সাতটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে নগরের বোয়ালিয়া থানার একটি মামলায় তার রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। রোববার আবেদনের শুনানি হয়।
রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক জানান, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের এ মামলা তদন্ত করছে নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একজন উপপরিদর্শক। তিনি আদালতে আসাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।
আরও পড়ুন: বগুড়ার সদর আসনের সাবেক এমপি রিপু নেত্রকোনা থেকে গ্রেফতার
তবে শুনানি শেষে আদালতের বিচারক ফয়সাল তারেক একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আদালতে এ দিন আসাদুজ্জামানের আইনজীবীরা তার জামিনের আবেদন করেছিলেন।
তবে আদালত তা নামঞ্জুর করেছেন বলেও জানান তিনি।