বিপিএলে এর আগে ৩টি আসরে চিটাগং কিংস নামে ফ্র্যাঞ্চাইজি দল নিয়েছিল এসকিউ স্পোর্টস। তবে গত সবগুলো আসরেই পারিশ্রমিক সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছিল এই ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে। এক পর্যায়ে জটিলতা আইনী পর্যায়ে পৌঁছালেও এবারের বিপিএলে আবার দল কিনতে আগ্রহ প্রকাশ করে এসকিউ স্পোর্টস। তবে প্রাথমিক বছাইয়েই তাদের আবেদন নাকচ করে বিসিবি।
এসকিউ স্পোর্টসকে ফ্র্যাঞ্চাইজির প্রাথমিক তালিকায় না রাখায় বিসিবির বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ দায়ের করে প্রতিষ্ঠানটি। এর প্রেক্ষিতে বিসিবির করা আপিলের শুনানি ছিল আজ। সেখানে এসকিউ স্পোর্টসের অভিযোগের ওপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। রায় অনুযায়ী, যারা শর্ত পূরণ করবে বিসিবি এখন এরকম যে কাউকে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি দিতে পারবেন বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী মাহিন এম রহমান।
আরও পড়ুন: বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী, থাকছে না খুলনাও
চিটাগং কিংসের বেশকিছু বকেয়ার অভিযোগ সংবাদ সম্মেলনে তুলে ধরেন ইফতেখার রহমান মিঠু। গত আসরে ঢাকা এবং সিলেটের হোটেলে ৪৬ লাখ টাকা এবং পেস বোলিং কোচ শন টেইট প্রায় ৪৫ লাখ টাকা বকেয়ার অভিযোগ করেছে ফ্র্যানক্সাইজিটির বিরুদ্ধে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আসা শহীদ আফ্রিদি এবং কানাডিয়ান মডেল ইয়াসা সাগরও তাদের বিরুদ্ধে বিসিবির কাছে পারিশ্রমিক না দেয়ার অভিযোগ তুলেছেন। এছাড়া খেলোয়াড়দের কাছ থেকেও পারিশ্রমিক সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে, বিপিএল গভর্নিং কাউন্সিলের আইন বিভাগ, লিগ্যাল কনসালেটেন্সি ফার্ম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম ১১টি ইওআই অংশগ্রহণকারীর নথি পর্যালোচনা করে আরও দুটি প্রতিষ্ঠানকে বাদ দিয়েছে। তারা হলো মাইন্ডট্রি এবং বাংলামার্ক।
বিপিএলের গত কয়েকটি আসরে খুলনা টাইগার্স ফ্র্যাঞ্চাইজির মালিকানায় ছিল মাইন্ডট্রি। এবারের আসরেও খুলনা থেকে ফ্র্যাঞ্চাইজি পেতে শুধু তারাই আবেন করেছে। তবে যাচাই-বাছাইয়ে তারা বাদ পড়ায় খুলনা এবার ফ্র্যাঞ্চাইজি নাও পেতে পারে। একই কারণে নোয়াখালীও দল না পেতে পারে। কারণ এই অঞ্চলের ফ্র্যাঞ্চাইজি মালিক হতে আগ্রহ প্রকাশ করা বাংলামার্কও যাচাই-বাছাইয়ে বাদ পড়েছে। তবে বিসিবি এবং প্রতিষ্ঠান চাইলে আগ্রহ প্রকাশকারী অন্য প্রতিষ্ঠানও এসব অঞ্চলের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব নিতে পারে।

১ সপ্তাহে আগে
৩







Bengali (BD) ·
English (US) ·