আদালত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া ২ আসামি গ্রেফতার

৩ সপ্তাহ আগে
শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে মাদক মামলার দুই আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে তিন ঘণ্টার মধ্যেই তাদের আটক গ্রেফতার করে পুলিশ।

রোববার (১৫ জুন) দুপুর ১টার দিকে আদালত চত্বরে এ ঘটনা ঘটে।


আসামিরা হলেন- জাজিরা উপজেলার পদ্মা দক্ষিণ থানা এলাকার হারুন মাদবরের ছেলে সুরুজ মাদবর ও একই এলাকার মৃত কুদ্দুস শেখের ছেলে দুলাল শেখ।


পুলিশ জানায়, দীর্ঘদিন আগে মাদক মামলায় সুরুজ মাদবর ও দুলাল শেখ নামের দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। রোববার দুপুরে ওই দুই আসামিকে শুনানির জন্য আদালতে নিয়ে আসা হয়। শুনানি শেষে হাজতখানায় নেয়ার পথে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান তারা। পরে এদের মধ্যে প্রথমে দুলাল শেখ ও পরবর্তীতে সুরুজ মাদবরকেও পালিয়ে যাওয়ার ৩ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।


আরও পড়ুন: পল্লবীতে চিহ্নিত সন্ত্রাসী পেপার সানির হ্যান্ডকাপ পরা মরদেহ উদ্ধার


এ বিষয়ে জেলার পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম বলেন, আসামিদের পুলিশ কাস্টডি থেকে নামানোর সময় অসাবধানতাবশত পুলিশের চোখ ফাঁকি দিয়ে দুই আসামীর পালিয়ে গেছে। পরে কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে তাদের দুজনকেই গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন