আত্রাই নদীতে নৌকাডুবি: নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

১৮ ঘন্টা আগে
নাটোরের সিংড়ায় আত্রাই নদীতে নৌকাডুবিতে নিখোঁজ যুবক নয়ন হোসেনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

শনিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নুরপুর এলাকার খেয়াঘাট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।


নয়ন নুরপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে।


সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গত শুক্রবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার নুরপুর মাঠে ফুটবল খেলা দেখতে যাওয়ার সময় নৌকায় ধারণ ক্ষমতার চেয়ে বেশি লোক তোলায় মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়।


আরও পড়ুন: ঘুরতে গিয়ে নৌকাডুবি, বড় বোনের পর পাওয়া গেল শিশু ফারিয়ার মরদেহ


অন্যরা সাঁতরে পাড়ে আসলেও নদীতে ডুবে যায় নয়ন। পরে রাজশাহী থেকে একদল ডুবুরি এসে রাত ১০টা পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে নয়নকে না পেয়ে উদ্ধার কাজ বন্ধ রাখে। আবারও আজ শনিবার দুপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা চালিয়ে বিকেল ৪টায় নুরপুর এলাকার খেয়াঘাটের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলে জানান ওসি।

]]>
সম্পূর্ণ পড়ুন