সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে দোহাজারী পৌরসভার জামিজুরী ঘোড়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসকিয়া উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বহরমপাড়া এলাকার জসিম উদ্দীনের মেয়ে।
আরও পড়ুন: নদীতে গোসলে নেমেছিল গালিব, জালে পা আটকে ডুবে মৃত্যু
স্থানীয় সূত্রে জানা যায়, তাসকিয়া মায়ের সঙ্গে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বিকেলে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলাধুলা করার সময় হঠাৎ পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তাকে ভাসতে দেখে স্বজনরা দ্রুত উদ্ধার করে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।
তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবদুল্লাহ শাহরিয়ার মিশু জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
]]>