শুক্রবার (২৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনটি ছবি আপলোড করেন রিয়ামনি। ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসা শেষ হলে অসুস্থ হিরো আলমকে নিয়ে বাড়ি ফিরছেন রিয়ামনি।
ক্যাপশনে রিয়ামনি লেখেন,
সম্পর্ক গড়ে তুলতে যেমন সময় লাগে, সম্পর্ক ভেঙে দিতেও তেমন সময় লাগে।
রিয়ামনি আরও লেখেন,
সম্পর্ক গড়ে ওঠে দুজনের মতে আর ভেঙে যায় তৃতীয় পক্ষের কারণে।
শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে হিরো আলমকে অচেতন অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগর।
আরও পড়ুন: বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে আত্মহত্যার চেষ্টা হিরো আলমের!
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান বলেন, ঘুমের ওষুধ সেবন করে হিরো আলম অসুস্থ হয়ে হাসপাতালে আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়ার পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি এখন শঙ্কামুক্ত।
আরও পড়ুন: হিরো আলমের মামলায় মুচলেকায় জামিন পেলেন রিয়ামনি ও তার বন্ধু
এ বিষয়ে হিরো আলমের বন্ধু জাহিদ হাসান সাগর বলেন, দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু হিরো আলম রাতে আমার বাড়িতে বেড়াতে এসে রিয়া মনিকে নিয়ে অনেক হতাশার কথা বলেন। লোকজন তাকে নানান প্রশ্ন করে বিরক্ত করেন। তাই একটু নিরিবিলি সময় কাটানোর জন্য আমার বাড়িতে এসেছিলেন। আমার ধারণা রিয়ামনিকে না পাওয়ার হতাশা থেকেই সে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।
]]>