আত্মকথন

৪ সপ্তাহ আগে
দূরত্ব বেড়ে গিয়ে যখন স্মৃতির পাতায় ধুলো জমতে থাকে, ঠিক তখনই কেন মন খারাপের মেঘ রাশি রাশি এসে বৃষ্টি রূপে নেমে দুঃখটাকে আরও সতেজ করে দেয়? তুমি তোমার প্রার্থনায় সবার ভালো চাইলে; কিন্তু আমাকে তোমার করে চাইলে না। হেমন্তের মিষ্টি সকালকে শীতের সকাল ভেবে চাদরের মধ্যে আচ্ছন্ন করে নিলা।
সম্পূর্ণ পড়ুন