‘আঞ্চলিক যুদ্ধ’ নিয়ে উদ্বিগ্ন নন ট্রাম্প

৩ সপ্তাহ আগে
ইরানে ইসরাইলের হামলা নিয়ে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তবে এ নিয়ে মোটেও উদ্বিগ্ন নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৩ জুন) বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক ফোনালাপে তিনি বলেন, ইসরাইলের হামলায় ইরানে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দেশটি এখন পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসবে কিনা এখনো স্পষ্ট নয়।

 

ট্রাম্প বলেন, আগামী রোববার (১৫ জুন) ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এখনও পারমাণবিক আলোচনার পরিকল্পনা রয়েছে, তবে তারা অংশ নেবে কিনা আমি নিশ্চিত নই।  ট্রাম্পের দাবি, ইরানের চুক্তিতে পৌঁছাতে এখনও খুব বেশি দেরি হয়নি।

 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি ইরানকে অপমান ও মৃত্যু থেকে বাঁচানোর চেষ্টা করেছি।’ এমনকি ইরানের ইসরাইলের ভয়াবহ হামলার ফলে আঞ্চলিক যুদ্ধ শুরু হওয়া নিয়েও তিনি উদ্বিগ্ন নন বলে জানান।

 

আরও পড়ুন: হামলার আগে ইরানে গোপন ড্রোন ঘাঁটি তৈরি করেছিল মোসাদ

 

এর আগে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিতে ইসরাইলের হামলাকে ‘খুবই সফল’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকা ইসরাইলকে সমর্থন করে এবং গত রাতে (ইরানের স্থানীয় সময় শুক্রবার ভোরে) ইরানের ওপর হামলাকে ‘খুব সফল আক্রমণ’ বলে অভিহিত করছে।

 

টেলিফোনে দেয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা অবশ্যই ইসরাইলকে সমর্থন করি। আমরা এমনভাবে সমর্থন করি কেউ কখনও তাদের এমনভাবে সমর্থন করেনি।

 

আরও পড়ুন: ইরানে ইসরাইলের হামলাকে ‘খুবই সফল’ বললেন ট্রাম্প

 

ট্রাম্প বলেন, ইরান আমার কথা শোনা উচিত ছিল। আপনি জানেন কিনা জানি না, আমি তাদের (ইরানকে পরমাণু চুক্তি করতে) ৬০ দিনের সতর্কতা দিয়েছিলাম। আজ ৬১তম দিন চলছে।

 

এছাড়া নিজের মালিকানাধীন ট্র্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, তেহরানকে আমি ‘একের পর এক সুযোগ দিয়েছি। আমি তাদের কঠোর ভাষায় বলেছি, চুক্তিটা করতে, কিন্তু তারা যতই চেষ্টা করুক না কেন, যতই পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি আসুক না কেন, তারা তা সম্পন্ন করতে পারেনি।’

তিনি বলেন, ‘এরইমধ্যে বহু মৃত্যু ও ধ্বংসযজ্ঞ ঘটেছে, এই হত্যাকাণ্ডের অবসান ঘটানোর জন্য এখনও সময় আছে, পরবর্তীতে পরিকল্পিত হামলায় সবকিছু শেষ হয়ে যাবে।’
 

]]>
সম্পূর্ণ পড়ুন