আকাশে মেঘের আনাগোনা আর বৃষ্টি জানান দিচ্ছে প্রকৃতিতে বর্ষার আগমন। বর্ষার আগমন যেন স্বস্তি-শান্তি ও আনন্দের। তীব্র গরমে নগরবাসীর জীবনে আনন্দের বার্তা হয়ে এলো বর্ষা। তপ্ত ধরণীর বুকে বৃষ্টির পানি ঢেলে এই ঋতু প্রকৃতির রূপও বদলে দেয়। ‘আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে... জানি নে, জানি নে... কিছুতে কেন যে মন লাগে না…’। রবীন্দ্রনাথের এই গান যেন আরও মধুর করে তোলে এই ঋতুকে। এই ঋতুতে নদ-নদীতে যেমন নতুন করে... বিস্তারিত