আজ যত জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

২ সপ্তাহ আগে
চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সরকারি ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকাসহ দেশের ২৭ জেলার সব স্কুল-কলেজ ও মাদ্রাসা বন্ধ রয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়েরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহের কারণে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা এবং ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের আদেশে ক্ষুব্ধ নওফেল, যাবেন আপিল বিভাগে

 

এদিকে তীব্র তাপপ্রবাহের কারণে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরসঙ্গে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিও যোগ হবে। সব মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছে প্রাথমিক বিদ্যালয়।

 

দফায় দফায় হিট অ্যালার্টের মধ্যেই রোববার থেকে খোলে শিক্ষাপ্রতিষ্ঠান। ক্লাসরুমে গরমে হাঁসফাঁস অবস্থা শিক্ষার্থীদের। মাথার ওপর ফ্যান চললেও মিলছে না স্বস্তি। কোনো কোনো স্কুলে অসুস্থও হয়েছে কয়েকজন। এ অবস্থায় অনলাইনে ক্লাস নেয়ার দাবি জানান অভিভাবকরা।

 

তবে শিক্ষামন্ত্রী বলেন, তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে নির্দিষ্ট এলাকায় বন্ধ রাখা হবে শিক্ষাপ্রতিষ্ঠান। সে অনুযায়ী সোমবার যেসব এলাকার তাপমাত্রা বেশি ছিল সেসব এলাকার মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন