আজ কোথায় কী?

৩ সপ্তাহ আগে
রাজধানীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। শনিবার (১৯ জুলাই) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
 

সকাল ১০টায় আগারগাঁও পরিবেশ অধিদফতরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।


স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি


বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে প্রেস ব্রিফিং করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।


বিএনপির কর্মসূচি


বিকেল ৩টায় ফার্মগেট খামারবাড়ি কৃষিবিদ মিলনায়তনে জুলাই শহীদ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বিকেল ৩টায় বনানী ওমনি রেসিডেন্স-এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

 

জামায়াতের কর্মসূচি

 

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল ১০টা থেকে কুরআন পাঠ হবে। এতে হামদ ও নাত পরিবেশন করা হবে। মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টায়।

]]>
সম্পূর্ণ পড়ুন