আজ কেমন থাকবে ঢাকার আকাশ?

১ সপ্তাহে আগে
টানা কয়েকদিন ধরে ঢাকাসহ সারা দেশে দিনের বেলায় গরম পরিস্থিতি বিরাজ করছে। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোন্থা সৃষ্টির পর দেশের আকাশে মেঘের দেখা মিলছে। সঙ্গে রয়েছে বাতাসও। এরে ফলে রাজধানীতে কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

 

আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। সকাল ৬টায় তাপমাত্রা ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ ছিল।

 

গতকাল সোমবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে তাপমাত্রা পাওয়া গেছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

 

আরও পড়ুন: নিষেধাজ্ঞা শেষে ‘মোন্থা’র ছোবল, নতুন বিপদে জেলেরা

 

আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩ মিনিটে।

 

এদিকে আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মোন্থা চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩০৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১২৬০ কিলোমিটার, মোংলা থেকে ১১৬৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১১৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

 

ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এটি আজ সন্ধ্যা বা রাতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

 

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন