আচেহতে রোহিঙ্গা শরণার্থীরা স্থানান্তরিত

৩ সপ্তাহ আগে
এই ফটো গ্যালারিতে ইন্দোনেশিয়ার দক্ষিণ আচেহ প্রদেশ থেকে বান্দা আচেহতে স্থানান্তরিত হওয়ার পর পুলিশের প্রহরায় রোহিঙ্গা শরণার্থীদের একটি ট্রাকের ভিতর বসে থাকতে দেখা যাচ্ছে। বৃহস্পতিবার,৭ নভেম্বর, ২০২৪। বেশিরভাগ মুসলিম জাতিগোষ্ঠিগত রোহিঙ্গারা মিয়ানমারে ব্যাপকভাবে নির্যাতিত হয়। প্রতি বছর হাজার হাজার মানুষ তাদের জীবনের ঝুঁকি নিয়ে পৌঁছানোর জন্য দীর্ঘ ও বিপজ্জনকভাবে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে যায়।⁣  ইন্দোনেশিয়াতে অনেকে রোহিঙ্গাদের দুর্দশার প্রতি সহানুভূতিশীল হলেও, অন্য স্থানীয়রা তাদের আচরণ অসামাজিক বলে অভিযোগ তুলেছে।⁣ ⁣ শরণার্থীদের সংখ্যা বাড়ার কারণে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে স্থানীয়দের মধ্যে ক্ষোভের জন্ম হয়েছে।⁣ ⁣ গত ডিসেম্বরে, শত শত স্থানীয় শিক্ষার্থী আচেহ শহরে রোহিঙ্গারা আশ্রয় নিচ্ছিল এমন একটি অনুষ্ঠান হলে হামলা চালিয়ে তাদের জিনিসপত্রে লাথি মারে, যার কারণে তখনও রোহিঙ্গা শরণার্থীদের সেখান থেকে অন্যত্র সরিয়ে নিতে হয়।
সম্পূর্ণ পড়ুন