ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনালের প্রতিশোধ নেয়ার সুযোগ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে সেই সুযোগ হেলায় হারিয়েছে প্রোটিয়ারা। উল্টো শাস্তি পেয়েছেন দলটির গুরুত্বপূর্ণ ক্রিকেটার কোয়েটজে। মঙ্গলবার (১৯ নভেম্বর) তার শাস্তির বিষয়টি জানিয়েছে আইসিসি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে ভারত। চতুর্থ ম্যাচে আম্পায়ারের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান পেসার জেরাল্ড কোয়েটজে। আচরণবিধি লঙ্ঘনের কারণে তার ম্যাচ ফির ৫০ শতাংশ কর্তনের পাশাপাশি তাকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি।
আরও পড়ুন: জেল খাটার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ভারতীয় ক্রিকেটার
ঘটনার সূত্রপাত ভারতের ইনিংসে ম্যাচের ১৫তম ওভারে। প্রথম দুই বলে ৭ রান দেয়ার পর দুটি ওয়াইড বল করেন কোয়েটজে। তবে আম্পায়ারের ওয়াইডের সিদ্ধান্ত পছন্দ হয়নি কোয়েটজের। তাই প্রতিবাদ জানিয়ে বসেন প্রোটিয়া এই পেসার। এক পর্যায় আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করেন তিনি। এখানেই শেষ নয়, আম্পায়ারের সিদ্ধান্তকে 'যথার্থ নয়' বলেও মন্তব্য করেন। আর সে কারণেই এমন শাস্তি দেয়া হয়েছে তাকে।
ভিন্ন ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের শাস্তি পেয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। ওমানের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের উদ্দেশ্যে ব্যাট দেখানো এবং আউট দেয়ার পর গ্লাভস-ব্যাট ছুড়ে ফেলায় আইসিসির আচরণবিধি ২ দশমিক ৮ ও ২ দশমিক ২ লঙ্ঘন হয়েছে। সে কারণে তার ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। ডাচ অধিনায়কের নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। পেয়েছেন হুঁশিয়ারিও।
আরও পড়ুন: বলের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে অস্ট্রেলিয়ার আম্পায়ার
একই ম্যাচে নেদারল্যান্ডসের ব্যাটার তেজা নিদামানরুকে আউট করে ওমানের সুফিয়ান মাহমুদের করা উদযাপনে কোড অব কন্ডাক্টের ২ দশমিক ৫ অনুচ্ছেদ ভঙ্গ হয়েছে বলে জানিয়েছে আইসিসি। তাকেও ১০ শতাংশ জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।