আগুন লাগার সাথে সাথে স্থানীয়রা প্রথম আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে পুড়ে ছাই হয়ে যায় কয়েক বছরের তিলে তিলে জমানো ক্ষতিগ্রস্ত মানুষের সাজানো স্বপ্ন।
সবকিছু হারিয়ে পথে বসেছে এই ৩ টি পরিবারের মানুষ।
আরও পড়ুন: আগুনে পুড়েছে সব, ১০ পরিবারের মানবেতর জীবন
ফায়ার স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আমরা এবং স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে প্রাথমিকভাবে স্থানীয়রা দাবি করেছেন, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পরিবার।
আরও পড়ুন: বাগেরহাটে বাণিজ্যিক ভবনে আগুন, এক নারীর মৃত্যু
আগুনে আতার খলিফা, কামাল খলিফা ও রোমান খলিফার তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
]]>