আগামীকাল বিসিবির সভা, আলোচনায় থাকছে কী?

১ সপ্তাহে আগে
নানা নাটকীয়তার পর গত মাসে বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। লম্বা সময় আইসিসির কর্মকর্তা হিসেবে কাজ করা এই সাবেক ক্রিকেটার সংগঠক হিসেবে নিজের দক্ষতার প্রমাণ দিতে শুরু করেছেন ইতোমধ্যে।

দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যে ক্রিকেটের বিকেন্দ্রীকরণ নিয়ে কাজ শুরু করেছেন বোর্ড সভাপতি। কাজ চলছে বোর্ডের বিভিন্ন কার্যক্রমও ঢেলে সাজানোর। দায়িত্ব গ্রহণের পর গত মাসে দুটি বোর্ড সভা করেছেন বিসিবির নয়া সভাপতি। সোমবার (২৯ জুন) হবে তৃতীয় সভা। 

 

মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়াম সংশ্লিষ্ট বিসিবি কার্যালয়ে আগামীকাল বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিসিবির সভা। সেখানে আলোচনা হবে বিপিএল আয়োজনের সময় এবং পরিকল্পনা নিয়ে। এছাড়া প্রতিটি বিভাগের উত্থাপিত কাজের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।  

 

আরও পড়ুন: পরিস্থিতি বিবেচনায় রেখেই সাকিবকে দলে নেয়নি রংপুর রাইডার্স

 

গতকাল (২৮ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর এই ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত। নতুন টেস্ট অধিনায়ক নির্বাচনের বিষয়েও আগামীকাল আলোচনা হতে পারে বোর্ড সভায়। এইচপিসহ গেম ডেভলপমেন্ট বিভাগের অধীনে ক্রিকেটারদের ট্যুর প্রোগ্রামসহ পরবর্তী ম্যাচ আয়োজনের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে এই সভায়। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন