আগামী মাসে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল

৫ দিন আগে
আগামী মাসে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। ইমার্জিং ক্রিকেটে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ। ঘরের মাঠে অনুষ্ঠিত এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের এই সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি।

প্রায় তিন সপ্তাহের এই সফরে দক্ষিণ আফ্রিকা নারী দল বাংলাদেশে আসবে আগামী ২ মে। ৬ মে মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজের পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ এবং ১১ মে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সকাল ১০টায়।   

 

আরও পড়ুন: অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে আয়ারল্যান্ডকে হারাল বাংলাদেশ

 

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুই দল চলে যাবে কক্সবাজারে। সেখানকার স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ১৪, ১৬ ও ১৮ মে মাঠে গড়াবে টি-টোয়েন্টি ম্যাচ। দুপুর দেড়টায় শুরু হবে সবগুলো ম্যাচ। 

 

আরও পড়ুন: জিম্বাবুয়ে সিরিজে মুশতাককে পাচ্ছে না বাংলাদেশ, দায়িত্ব পালন করবেন কে?

 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজ সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে ইমার্জিং দল। জাতীয় দলের ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুক সজীবের তত্ত্বাবধায়নে নারী ক্রিকেটারদের নিয়ে বিকেএসপির মাঠে শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প। 

 

দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বাংলাদেশ সফরের সূচি: 

৬ মে - প্রথম ওয়ানডে
৮ মে -  দ্বিতীয় ওয়ানডে
১১ মে -  তৃতীয় ওয়ানডে  

 

১৪ মে -  প্রথম টি-টোয়েন্টি
১৬ মে - দ্বিতীয় টি-টোয়েন্টি
১৮ মে - তৃতীয় টি-টোয়েন্টি 

]]>
সম্পূর্ণ পড়ুন