আগামী বিসিএসের আগেই বয়সসীমা ৩৫ করার দাবি

৩ দিন আগে
আগামী বিসিএসে আবেদন শুরুর আগেই সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি জানিয়েছেন আন্দোলনরতরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজু ভাষ্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ এর প্রজ্ঞাপনকে প্রত্যাখান করে ক্ষোভ প্রকাশ করে এ দাবি জানিয়েছেন ৩৫ প্রত্যাশীরা।

 

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চেয়ে চাকরিপ্রত্যাশীরা দীর্ঘ দিন ধরে রাজপথে আন্দোলন করে আসছেন। এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার গত ৩০ সেপ্টেম্বর বয়স ৩৫ করার পক্ষে একটি সুপারিশ কমিটি গঠন করে। ওই কমিটি ৭ কর্মদিবসের মধ্যে ছেলেদের ক্ষেত্রে ৩৫ মেয়েদের ক্ষেত্রে ৩৭ সুপারিশ করে উপদেষ্টা  কমিটিতে পাঠায়।

 

আরও পড়ুন: প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ নিয়ে দুঃসংবাদ

 

এরপর গত ২৪ অক্টোবর কমিটির সিদ্ধান্ত হয় বয়সসীমা ৩২ ও বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশগ্রহণ করার৷ এরপর ৩১ অক্টোবর সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়ে বয়সসীমা ৩২ ও বিসিএসে ৪ বার অংশগ্রহণের সিদ্ধান্ত হয়।

 

এটি ৩৫ প্রত্যাশীদের সঙ্গে একটি প্রহসন বলে মনে করেন আন্দোলনকারীরা। তারা বলেন, যেহেতু সরকার বিসিএসের ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন করেছে, তাই আমরা আশা করি বয়সের ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন করে ৩২ থেকে ৩৫ করে প্রজ্ঞাপন জারি করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন