আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে: সাইফুল আলম

১ মাস আগে
আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে নেতাকর্মী ও সমর্থকদের পরামর্শ দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন।

তিনি গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টায় তেজগাঁও দক্ষিণ থানার অস্থায়ী কার্যালয়ে হাতিরঝিল অঞ্চল জামায়াত আয়োজিত এক থানা দায়িত্বশীল সমাবেশে তিনি এই পরামর্শ দেন।

 

সাইফুল আলম খান বলেন, ‘জামায়াত দেশকে একটি মডেল রাষ্ট্রে পরিণত করতে দীর্ঘ পরিসরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এ মহতি কাজ সম্পাদনের জন্য একদল আদর্শ ও চরিত্রবান লোক তৈরির বিকল্প নেই। সে লক্ষ্যেই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

 

ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় থানা দায়িত্বশীলদের প্রতি ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছানোর আহবান জানান তিনি।

 

আরও পড়ুন: জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

 

সংসদ সদস্য এই প্রার্থী বলেন, ‘জামায়াত একটি গণমুখী ও আদর্শবাদী রাজনৈতিক সংগঠন। দেশ ও জাতির যেকোনো ক্রান্তিকালে আমরা জনগণের পাশে থেকে তাদের কল্যাণ এবং মুক্তির জন্য নিরলসভাবে কাজ করে এসেছি। কিন্তু রাষ্ট্রের প্রয়োজন সাংগঠনিক পর্যায়ে সমাধান করা সম্ভব নয়। মূলত, দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করা গেলে রাষ্ট্রই সকল নাগরিকের অধিকারের নিশ্চয়তা দেবে।’

 

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক হেমায়েত হোসেনের সভাপতিত্বে এবং সহকারী অঞ্চল পরিচালক ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকারের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন: তেজগাঁও দক্ষিণ আমির ইঞ্জিনিয়ার নোমান আহমেদি, তেজগাঁও উত্তর আমির হাফেজ আহসান উল্লাহ, হাতিরঝিল পশ্চিম আমির ইউসুফ আলী মোল্লা, শিল্পাঞ্চল আমির কলিম উল্লাহ, শেরেবাংলা নগর দক্ষিণ আমির আবু সাঈদ মন্ডল ও হাতিরঝিল পূর্ব সেক্রেটারি খন্দকার রুহুল আমিন।

]]>
সম্পূর্ণ পড়ুন