বুধবার (৪ জুন) সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ওই নারী ধর্মনগর গ্রামের সুমন মিয়ার স্ত্রী। এ ঘটনায় আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই নারীকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাজবাড়ীতে সংবাদকর্মী আটক, ইয়াবা জব্দ
ঘটনা সম্পর্কে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ওই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।