সোমবার (৩০ জুন) বিকেলে উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তি উপজেলার রামধননগর গ্রামের মো. শাহ আলম (৪৫)। তার কাছ থেকে আন্ত:নগর ট্রেনের ছয়টি টিকিট পাওয়া যায়। ওই টিকিটে ১৬টি আসন রয়েছে।
আরও পড়ুন: ট্রেনের টিকিট কালোবাজারি, বুকিং সহকারীসহ আটক ৩
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজমপুর স্টেশনের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আগেরও একটি মামলা রয়েছে।