আখাউড়া সীমান্তে অভিযানে ‘প্রতিবন্ধকতা’, খোলা হলো সিসি ক্যামেরা

৩ সপ্তাহ আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সেনারবাদী সীমান্তে অভিযান চালাতে ‘প্রতিবন্ধকতা’ সৃষ্টির অভিযোগে তিনটি সিসি ক্যামেরা খুলে ফেলা হয়েছে।

রোববার (১৫ জুন) সকালে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন অভিযান চালিয়ে ক্যামেরাগুলো খুলে ফেলেন।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন জানান, সেনারবাদী গ্রামের কালু মিয়ার বাড়ির বাইরে তিনটি সিসি ক্যামেরা লাগানো ছিল। ওইসব ক্যামেরার কারণে অভিযান চালতে সমস্যা হচ্ছিল বিজিবির। বিষয়টি তারা মৌখিকভাবে অবহিত করে। এরপরই খুলে ফেলার উদ্যোগ নেয়া হয়।


এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওই বাড়িতে মাদক ব্যবসা হতো কিনা সেটি নিশ্চিত করে বলতে পারছি না। তবে বাড়ির এক ছেলের বিরুদ্ধে মাদকের একটি মামলা হয়েছিল।’


আরও পড়ুন: পঞ্চগড় সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত


খোঁজ নিয়ে জানা গেছে, সীমান্ত এলাকার ওই বাড়িটিতে মাদকের ব্যবসা হতো বলে অভিযোগ ওঠে। মূলত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে বাড়ির ভেতরে ও বাইরে সিসি ক্যামেরা বসানো হয়। এতে অভিযান চালানোর আগেই বাড়ির লোকজন টের পেয়ে যেতেন।

]]>
সম্পূর্ণ পড়ুন