সোমবার (১২ মে) বিকেলে প্রজ্ঞাপন জারির পর দলটির নিবন্ধন নিয়ে আসতে পারে নতুন সিদ্ধান্ত। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কক্ষে এ বিষয়ে বৈঠক হয়।
বৈঠক শেষে হওয়া ব্রিফিংয়ে জানা যেতে পারে আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত।
এরআগে, সিইসি বলেছিলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপন হওয়ার পর দলটির নিবন্ধন বাতিল প্রশ্নে সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে বৈঠকে সিইসিসহ নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম আব্দুর রহমানেল মাছউদ ও সিনিয়র সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।
আরও পড়ুন: আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে যা আছে