আওয়ামী লীগের কর্মসূচী প্রতিহত করতে গুলিস্তানে ছাত্র আন্দোলনের পাল্টা বিক্ষোভ

৩ সপ্তাহ আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগেরর একটি ঘোষিত কর্মসূচি প্রতিহত করার লক্ষ্যে রবিবার (১০ই নভেম্বর) ভোর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাজধানী ঢাকার গুলিস্তানের জিরো পয়েন্টে জড়ো হয়েছেন। নূর হোসেন চত্বর নামে পরিচিত জিরো পয়েন্টে সমাবেশ থেকে ছাত্র আন্দোলনের সমর্থকদের "ফ্যাসিবাদী আওয়ামী লীগ" বিরোধী স্লোগান দিতে শোনা গেছে। শনিবার আওয়ামী লীগ তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে ‘শহীদ নূর হোসেন দিবস’ পালনের ঘোষণা দিয়ে দলীয় নেতা কর্মীদের জিরো পয়েন্টে আসার আহ্বান জানায়। আওয়ামী লীগের এই কর্মসূচী প্রতিহত করতে পাল্টা সমাবেশ ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জুলাই-আগস্ট আন্দোলনে শত শত মানুষ হত্যার দায়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচারের দাবি জানান তারা। আন্দোলনের মুখে ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর উত্তেজনা বাড়তে থাকে। ‘শহীদ নূর হোসেন দিবসে’ আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১৯১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে কর্তৃপক্ষ। বিজিবির পাশাপাশি পুলিশ, র‍্যাবসহ অন্যান্য বাহিনীর সদস্যদের সারাদেশে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। রাজধানীতে সচিবালয়ের আশেপাশে এবং বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আওয়ামী লীগ অফিসের সামনে পুলিশকে কিছু ব্যক্তিকে মারধর করতে দেখা গেছে। তারা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে। সেখানে কর্তব্যরত একজন পুলিশ কর্মকর্তা বলেন, "সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। তবে, সুনির্দিষ্ট সংখ্যা বলা সম্ভব নয়।"
সম্পূর্ণ পড়ুন