আওয়ামী লীগ নেতা‌কে ধর‌তে যাওয়া পুলিশ সদস্যকে ব‌টি দিয়ে কোপ, আটক ২

১৮ ঘন্টা আগে
কু‌ষ্টিয়ায় স‌ন্দেহভাজন আসামি আওয়ামী লীগ নেতাকে ধর‌তে গি‌য়ে ওই নেতা‌র ছে‌লের ব‌টির আঘা‌তে ইসরা‌ফিল হো‌সেন (৪৮) না‌মে গো‌য়েন্দা পু‌লিশের এক উপপ‌রিদর্শক (এসআই) আহত হ‌য়ে‌ছেন।

শ‌নিবার (২৬ জুলাই) দুপুরের দিকে শহ‌রের ছয় রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে। পাশাপাশি অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত ওই আওয়ামী লীগ নেতা ও তার ছে‌লে‌কে আটক করা হয়েছে।


কু‌ষ্টিয়া গো‌য়েন্দা পু‌লি‌শের (ডি‌বি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হো‌সেন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।


আটক ব‌্যক্তিরা হ‌লেন: হারুন-উর-র‌শিদ (৫০) ও তার ছে‌লে প্রণয় (২৫)। হারুন শহর আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি ব‌লে দলীয় সূ‌ত্রে জানা গে‌ছে।


এ ঘটনায় আহত এসআইকে জেনা‌রেল হাসপ‌াতা‌লে চি‌কিৎসা দেয়া হ‌য়ে‌ছে।


আরও পড়ুন: কনস্টেবলকে সঙ্গে নিয়েই পালানোর চেষ্টা, অটোরিকশার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়‌ামী লীগ নেতা হারুন-উর-র‌শিদ‌কে গ্রেফতারে শ‌নিবার দুপুরের দি‌কে ডি‌বি পু‌লিশ তার বাড়ি ঘেরাও করে। এরপর বাড়ির ভেতরে প্রবেশ করলে হারু‌নের ছে‌লে প্রণয় এসআই ইসরা‌ফি‌লের পি‌ঠে ব‌টি দি‌য়ে আঘাত করে। এই হামলায় তি‌নি আহত হলে তা‌কে উদ্ধার করে জেনা‌রেল হাসপাতা‌লে চিকিৎসা দেয়া হয়েছে। ডি‌বি পু‌লিশ বাবা-‌ছে‌লে‌কে আটক ক‌রে নি‌য়ে গে‌ছে।


কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লে আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা (আরএমও) হো‌সেন ইমাম জানান, আহত পু‌লিশ সদস্যের পি‌ঠে ধারা‌লো কিছু দি‌য়ে আঘা‌তের দুইটি চিহ্ন ছিল। তাকে প্রাথ‌মিক চি‌কিৎসা দেয়া হ‌য়ে‌ছে।


ডি‌বি পু‌লি‌শের ওসি মুরাদ হো‌সেন ব‌লেন, ‘স‌ন্দেহভাজন এক আসামি‌কে ধর‌তে গি‌য়ে হামলায় এক পু‌লিশ সদস্য আহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় দুজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। যা‌কে ধর‌তে গি‌য়ে‌ছিল তি‌নি আওয়ামী লীগ নেতা। ত‌বে কোন মামলা এই বিষ‌য়ে তি‌নি কোনো তথ‌্য দেন‌নি।’

]]>
সম্পূর্ণ পড়ুন