আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তপ্ত খুলনা

১ দিন আগে
রাজনীতি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং জুলাইয়ে গণহত্যার বিচার দ্রুত শেষ করার দাবিতে খুলনায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য মঞ্চ। শনিবার (১০ মে) বিকেল ৪টা থেকে অবরোধ কর্মসূচি পালন করে তারা।

এর আগে বিকেল ৪টার পর থেকে ছোট ছোট মিছিল এসে জড়ো হয় শিববাড়ী মোড়ে। এ সময় তারা পুরো শিববাড়ী চত্বর অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করা হয়।

 

আওয়ামী লীগের ঠিকানা-এই বাংলায় হবে না, ওয়ান, টু, থ্রি ফোর-আওয়ামী লীগ নো মোরসহ নানা স্লোগানে শিববাড়ী চত্বর উত্তপ্ত হয়ে ওঠে।


আরও পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে সার্বভৌমত্বের সংকটে পড়বে দেশ: নুর

 

জুলাই ঐক্যমঞ্চ আয়োজিত এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি),বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র ও যুব আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, দ্যা রেড জুলাইসহ বিভিন্ন সংগঠন এ বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 

এ সময় বক্তব্য রাখেন এনসিপি (জাতীয় নাগরিক কমিটি) সংগঠক আহম্মদ হামীম রাহাত ইসলামী ছাত্র শিবিরের খুলনা মহানগর সেক্রেটারি রাকিব হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি প্রমুখ।

 

আরও পড়ুন: লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ

 

এ সময় বক্তারা বলেন, খুনি হাসিনা পালিয়ে যাওয়ার ৯ মাস পেরিয়ে গেলেও শুধুমাত্র ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। বার বার দাবি জানানোর পরও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। সাধারণ মানুষ দলটিকে রাজনীতিতে আর দেখতে চায় না। এবার আওয়ামী লীগ নিষিদ্ধ করলেই এ আন্দোলন থামবে।

 

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন