এর আগে বিকেল ৪টার পর থেকে ছোট ছোট মিছিল এসে জড়ো হয় শিববাড়ী মোড়ে। এ সময় তারা পুরো শিববাড়ী চত্বর অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করা হয়।
আওয়ামী লীগের ঠিকানা-এই বাংলায় হবে না, ওয়ান, টু, থ্রি ফোর-আওয়ামী লীগ নো মোরসহ নানা স্লোগানে শিববাড়ী চত্বর উত্তপ্ত হয়ে ওঠে।
আরও পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে সার্বভৌমত্বের সংকটে পড়বে দেশ: নুর
জুলাই ঐক্যমঞ্চ আয়োজিত এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি),বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র ও যুব আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, দ্যা রেড জুলাইসহ বিভিন্ন সংগঠন এ বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন এনসিপি (জাতীয় নাগরিক কমিটি) সংগঠক আহম্মদ হামীম রাহাত ইসলামী ছাত্র শিবিরের খুলনা মহানগর সেক্রেটারি রাকিব হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি প্রমুখ।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ
এ সময় বক্তারা বলেন, খুনি হাসিনা পালিয়ে যাওয়ার ৯ মাস পেরিয়ে গেলেও শুধুমাত্র ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। বার বার দাবি জানানোর পরও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। সাধারণ মানুষ দলটিকে রাজনীতিতে আর দেখতে চায় না। এবার আওয়ামী লীগ নিষিদ্ধ করলেই এ আন্দোলন থামবে।
]]>