বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জয়পুরহাট জেলা শাখার নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।
জয়পুরহাট শহরের বৈরাগীর মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে মানববন্ধনে অংশ নেন তারা।
আরও পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় এনসিপির বিক্ষোভ
সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে বক্তব্য দেন ওরিয়ার্স অফ জুলাই, জয়পুরহাট জেলা শাখার সদস্য সচিব রাসেদুল ইসলাম, সদস্য মোরসালিন ইসলাম, সহ মুখপাত্র মোছা. শিফা, শিক্ষার্থী বোরহান উদ্দিন, গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সালেহুর রহমান সজীব ও রাহিছুল ইসলাম।