আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় এনসিপির বিক্ষোভ

২ সপ্তাহ আগে
আওয়ামী লীগের বিচার, দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, রাষ্ট্রকাঠামো সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা।

বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৫টায় টাউনহল ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূবালি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের বিচার করতে হবে। দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। রাষ্ট্রকাঠামো সংস্কার করে গণপরিষদ নির্বাচন দিতে হবে।

 

আরও পড়ুন: শিবির সভাপতিকে হত্যার ঘটনায় পুলিশের ১৩ জনের বিরুদ্ধে মামলা

 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন এসবি জুয়েল, সৈয়দ আহসান টিটু, কাজী মো. জায়েদ, নাইম আলম, ইব্রাহিম খালেদ হাসান, নাছির উদ্দীন, মো. রাসেল ভূঁইয়া জিসান, আরিফুল ইসলাম বাশার, বুড়িচং উপজেলা প্রতিনিধি সাব্বির আহমেদ, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি মাসুদ আলম, নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি আরিফ হোসাইন, অধ্যক্ষ মো. জসিম উদ্দিন (আছাদনগর আবদুল মতিন খসরু কলেজ), মো. লুতফুর, তিতাস উপজেলা প্রতিনিধি অন্যনা, লতা সরকার, নজমা, মাসুমুল বারী কাওসারসহ বিভিন্ন উপজেলা ও মহানগর জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।

]]>
সম্পূর্ণ পড়ুন