বেলা গড়িয়ে দুপুর দেড়টা। সূর্যের লাল রশ্মি এসে পড়েছে আইয়ুব বাচ্চুর দেউড়ি–ঘরে। ট্রে ভরা নাশতা এল। আজিজ চাচা আমাদের নাশতা নিতে বললেন। আমরা যখন বাচ্চু ভাইয়ের দাদাবাড়ি থেকে বের হচ্ছিলাম, খরনা রেলস্টেশন দিয়ে পর্যটক এক্সপ্রেস হুইসেল বাজিয়ে পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে কক্সবাজারের উদ্দেশে।