বুধবার (৫ নভেম্বর) র্যাঙ্কিংয়ের হালনাগাদ করেছে ক্রিকেটে নিয়ন্ত্রক সংস্থা। যেখানে ব্যাটারদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়েছেন তানজিদ তামিম। ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ম্যাচে ১৫ রানে আউট হলেও শেষ দুই ম্যাচে ৬১ ও ৮৯ রানের ইনিংস খেলেছেন তিনি। যা তাকে পৌঁছে দিয়েছে ১৭তম স্থানে। তার বর্তমান রেটিং ৬৩৬। টাইগার ব্যাটারদের মধ্যে তিনিই সর্বোচ্চ স্থানে রয়েছেন।
তবে অবনতি হয়েছে সাইফ হাসানের। ৯ ধাপ পিছিয়ে ২৯ স্থানে নেমে গেছেন তিনি। বাংলাদেশকে ৩-০ ব্যবধানে সিরিজ হারিয়ে দারুণ উন্নতি করেছে ক্যারিবীয় ব্যাটাররা। আকিম আগুস্তে ব্যাটারদের মধ্যে ১০২ ধাপ এগিয়ে উঠেছেন ৮৩ নম্বরে। আলিক অ্যাথানেজ ৩২ ধাপ এগিয়ে উঠেছেন ৮৪তম স্থানে। আমির জাঙ্গু এগিয়েছেন ২৭ ধাপ, রয়েছেন ৮৭ নম্বরে। রোস্টন চেইজ ২৮ ধাপ উন্নতি করে রয়েছেন ৭৮ নম্বরে। এছাড়া ২ ধাপ এগিয়ে ১২ নম্বরে রয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা।
আরও পড়ুন: জাহানারার তোলা অভিযোগের কড়া জবাব দিলেন জ্যোতি
এদিকে র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী হাসান। বোলারদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ১৭তম স্থানে রয়েছেন মেহেদী হাসান। ৩ ধাপ এগিয়ে ৩৪ নম্বরে রয়েছেন তানজিম সাকিব। তবে ১ ধাপ পিছিয়ে ১২ নম্বরে নেমে গেছেন পেসার মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ সিরিজে দ্যুতি ছড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ৯ ধাপ এগিয়ে রয়েছেন ২৩ নম্বরে। তার সতীর্থ রোস্টন চেইজ এগিয়েছেন ১৩ ধাপ, রয়েছেন ৩৮ নম্বরে। হ্যাটট্রিক করা রোমারিও শেফার্ড ১০ ধাপ উন্নতি করে অবস্থান করছেন ৬৩ নম্বরে। বোলারদের র্যাঙ্কিংয়ে ভারতের বরুণ চক্রবর্তী শীর্ষে রয়েছেন।
আরও পড়ুন: সালাউদ্দিনের পদত্যাগ নিয়ে যা বললো বিসিবি
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের সাইম আইয়ুব। এ তালিকায় বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে থাকা শেখ মেহেদী অবস্থান ৪৩তম।
]]>
১ সপ্তাহে আগে
৫








Bengali (BD) ·
English (US) ·