আইফোন ১৭ সিরিজ উন্মোচন করলো অ্যাপল, নজর কাড়ছে ‘সেভেনটিন এয়ার’

৩ সপ্তাহ আগে
চলতি বছর আইফোন ‌সেভেনটিনসহ অন্যান্য নতুন মডেলের পণ্য উন্মোচন করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এবারের সিরিজের আকর্ষণ আইফোন সেভেনটিন এয়ার। যা এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে পাতলা ফোন বলে জানা গেছে। এছাড়া অ্যাপল ওয়াচ আলট্রা থ্রি এর নতুন মডেলে থাকছে দ্রুত চার্জিং, স্যাটেলাইট সাপোর্ট, ফাইভ-জি সংযোগ ও বড় স্ক্রিন।

অবশেষে প্রতিক্ষার অবসান ঘটিয়ে প্রযুক্তি দুনিয়ায় ঝড় তুলে স্থানীয় সময় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে একটি বার্ষিক অনুষ্ঠানে নতুন পণ্য প্রকাশ করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

 

আইফোন সেভেনটিন, সেভেনটিন প্রো ও সেভেনটিন প্রো ম্যাক্সের সঙ্গে এ বছর নতুন যুক্ত হয়েছে আলোচিত আইফোন সেভেনটিন এয়ার। আগের প্লাস মডেলের স্থলাভিষিক্তি হয়েছে এ ফোনটি। অন‍্যান‍্য মডেলেও আনা হয়েছে বৈচিত্র্যময় পরিবর্তন।

 

এবারের আইফোন সেভেনটিন এয়ার এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে স্লিম ফোন বলে জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। মাত্র ৫ দশমিক ৫ মিলিমিটার পাতলা ফোনটিতে থাকছে ৬ দশমিক ৬ ইঞ্চি ডিসপ্লে ও একক রেয়ার ক্যামেরা। প্রায় ১৪৫ গ্রাম ওজনের বিশ্বের সবচেয়ে পাতলা আইফোন হিসেবে আত্মপ্রকাশ করা এ ফোন নিয়ে ক্রেতাদের কৌতূহল তুঙ্গে। ফোনটির মূল‍্য ৯৯৯ ডলার।

 

আরও পড়ুন: বাজারে আসছে ৫০০০ এমএএইচ ব্যাটারির আইফোন!

 

আইফোন সেভেনটিনের মূল মডেলে থাকছে ৬ দশমিক ৩ ইঞ্চির ডিসপ্লে। দাম শুরু ৭৯৯ ডলার থেকে। নতুন নকশা, অনুভূমিক ক্যামেরা বার ও হালকা অ্যালুমিনিয়ামের আইফোন সেভেনটিন প্রোতে থাকছে ন্যূনতম ২৫৬ জিবি স্টোরেজ সুবিধা। এর সামনে ১৮-মেগাপিক্সেল 'সেন্টার স্টেজ এবং পেছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের তিনটি ফিশন ক্যামেরা। আইফোন সেভেনটিন প্রো'র দাম ১ হাজার ৯৯ ডলার।

 

বড় ব্যাটারি যুক্ত করে এ যাবৎকালের দীর্ঘসময় চার্জ ব্যাকআপের সুবিধা নিয়ে কিছুটা পুরু মডেলে পাওয়া যাবে আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স। ফোনটির সামনে রয়েছে ১৮ মেগাপিক্সেলের 'সেন্টার স্টেজ' ক্যামেরা। পেছনে ৪৮ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা ও একশ মিলিমিটার ফোকাসে চার গুন জুম সুবিধা। ২০০ মিলিমিটার ফোকাসে রয়েছে আট গুণ জুম, যা অনেক দূর পর্যন্ত স্পষ্ট ছবি তুলতে সাহায্য করবে। এ ফোনের দাম শুরু এক হাজার ১৯৯ ডলার থেকে।

 

আইফোন সেভেনটিন এর পাশাপাশি উন্মোচন হয়েছে অ্যাপলের অন্যান্য পণ্যও। অ্যাপল ওয়াচ আলট্রা থ্রির নতুন মডেলে থাকছে দ্রুত চার্জিং, স্যাটেলাইট সাপোর্ট, ফাইভ-জি সংযোগ ও বড় স্ক্রিন। অন্য যেকোনো ডিভাইসের চেয়ে বেশি ঝকঝকে ও ২৪ ঘণ্টার ব্যাটারি লাইফ সুবিধা নিয়ে বাজারে এসেছে অ্যাপল ওয়াচ সিরিজ ইলেভেন। অ্যাপল ওয়াচে নতুন স্লিপ কোর ফিচার যার মাধ্যমে ব্যবহারকারী জানতে পারেন তার ঘুমের মান কেমন।

 

ঘোষণা করা হয়েছে নতুন নকশা, ছোট আকারের ইয়ারবাড, পাতলা চার্জিং কেস ও স্পর্শনির্ভর বা টাচ সেনসিটিভ এয়ারপডস প্রো থ্রিও। অ্যাপল বলছে, এয়ারপডস প্রো থ্রি তে রয়েছে বিশ্বের সেরা 'অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন'। সবগুলো পণ্য এখন থেকেই প্রি-অর্ডার এবং ১৯ সেপ্টেম্বর থেকে হাতে পাওয়া যাবে বলে জানিয়েছে টেক জায়ান্ট অ্যাপল।

]]>
সম্পূর্ণ পড়ুন