আইপিএলের মাঝেই বিলাসবহুল ভ্রমণ হায়দরাবাদের

৩ সপ্তাহ আগে
চলতি আইপিএলে খুব একটা ভালো অবস্থানে নেই সানরাইজার্স হায়দরাবাদ। ৯ ম্যাচের মধ্যে ৩টিতে জয় নিয়ে অষ্টম অবস্থানে আছে গতবারের রানার আপরা। প্লে অফে খেলতে হলে বাকি সবগুলো ম্যাচেই জিততে হবে তাদের। শুধু জিতলেই চলবে না, এরপরেও পাড়ি দিতে হবে কঠিন সমীকরণ।

টানা ৭ ম্যাচে কেবল ১ জয়ের মুখ দেখার পর হায়দরাবাদ গত শুক্রবার (২৫ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে। এই জয়ে ভাগ্যের খুব একটা পরিবর্তন হতে যাচ্ছে না দলটির। তবে এই কঠিন পরিস্থিতিতে দলকে চাঙ্গা রাখতে ভ্রমণের ব্যবস্থা করেছে হায়দরাবাদ।

 

চেন্নাইয়ের বিপক্ষে ২৫ তারিখের ম্যাচের পর হায়দরাবাদের পরের ম্যাচ গুজরাট টাইটান্সের বিপক্ষে ২ মে। এক সপ্তাহের এই ছুটিতে খেলোয়াড়দের চাঙ্গা রাখতে মালদ্বীপে বিলাসবহুল ভ্রমণের ব্যবস্থা করেছে হায়দরাবাদ কর্তৃপক্ষ।

 

হায়দরাবাদের সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির মালদ্বীপ সফরের বিষয়ে জানা গেছে। ছবিতে দেখা গেছে, পুরো দল মালদ্বীপের মনোরম সৌন্দর্য উপভোগ করছেন। আর মালদ্বীপে হায়দরাবাদের দেশি-বিদেশি খেলোয়াড়দের রাজকীয় বরণের চিত্রও দেখা গেছে একটি ভিডিওতে।  

 

আরও পড়ুন: আইপিএলে ফিক্সিংয়ের অভিযোগ তুললেন পাকিস্তানি ক্রিকেটার

 

মালদ্বীপ ভ্রমণ শেষে সানরাইজার্স হায়দরাবাদকে ফিরতে হবে কঠিন সূচিতে। রাউন্ড রবিন লিগে তাদের হাতে আছে আর মোটে ৫ ম্যাচ। আর কোয়ালিফায়ারে যেতে হলে এই ৫ ম্যাচেই জয় দরকার ২০১৬ আসরের চ্যাম্পিয়নদের। তবে শুধু জিতলেই চলবে না। অন্যান্য দলের দিকেও তাকিয়ে থাকতে হতে পারে তাদের। 

]]>
সম্পূর্ণ পড়ুন