সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার ইশান কিষাণের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন জুনাইদ। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি। জুনাইদের পোস্ট করা ভিডিওটি মুম্বাই ইন্ডিয়ান্স এবং হায়দরাবাদ ম্যাচের। এই ম্যাচে ইশান কিষাণের আউট হওয়ার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন জুনাইদ।
শুরুতে ব্যাট করে হায়দরাবাদের ব্যাটাররা সেদিন তেমন সুবিধা করতে পারেনি। ওপেনিংয়ে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা বিধ্বংসী রূপ ধরতে পারেননি। রানের দেখা পাননি ঈশানও। তবে এদিন তার আউটটি ছিল বেশ সন্দেহ উদ্রেককারী।
দীপক চাহারের লেগ স্টাম্পে করা বলে ফ্লিক করতে গিয়েছিলেন ইশান। বল তার গ্লাভসের খুব কাছ দিয়ে গিয়ে উইকেটরক্ষক রায়ান রিকেলটনের হাতে জমা পড়ে। বোলার বা উইকেটরক্ষক কেউই আউটের জোরালো আবেদন করেননি। তবে ইশান সেদিকে নজর না দিয়ে হাঁটা দেন ডাগআউটের দিকে।
ইশানের কার্যক্রম দেখে কিছুটা অবাক হয়েছেন আম্পায়ারও। ওয়াইডের ইশারা করতে যাচ্ছিলেন তিনি। তবে ইশান স্বেচ্ছায় মাঠ ছাড়ায় সে সিদ্ধান্ত বদলে আউট দেন। বোলার-কিপার সবাই-ই এই ঘটনায় চমকে গেছেন। তবে ইশানের সততায় সন্তুষ্ট হয়ে তার পিঠ চাপড়ে দেন হার্দিক পান্ডিয়া।
আরও পড়ুন: তিন ম্যাচ পর ঘরের মাঠে জয় পেল বেঙ্গালুরু
আম্পায়ার আউট না দিলেও স্বেচ্ছায় মাঠ ছাড়ার ঘটনা ক্রিকেটে অনেকবার দেখা গেছে। ক্রিকেটের চেতনাকে ধারণ করে গ্রেট ক্রিকেটাররা এই রীতি প্রবর্তন করেছেন। শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারার মতো তারকা ক্রিকেটারদের অনেকবার এমনটা করতে দেখা গেছে। তবে ইশান এবার যেটা করলেন, সেটা এবারই প্রথম। কারণ যে বলে নিজেকে আউট ভেবে মাঠ ছেড়েছিলেন তিনি, সেটি আউট হয়নি। আলট্রাএজে দেখানো রিপ্লেতে স্পষ্ট দেখা গেছে, ব্যাট বা গ্লাভস কোথাও বল লাগেনি।
আউট না হয়েও ইশানের এভাবে মাঠ ছাড়া স্বাভাবিকভাবে নিতে পারেননি জুনাইদ। আউটের সেই ভিডিও পোস্ট করে লিখেছেন, 'কিছু তো গন্ডগোল আছে।' অর্থাৎ ম্যাচ ফিক্সিংয়ের দিকে ইঙ্গিত করেছেন তিনি। এই বিষয়ে অবশ্য এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আইপিএল কিংবা হায়দরাবাদ কিছুই বলেনি।
]]>