রোববার (৩১ আগস্ট) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপ কমিশনার মহিউদ্দিন আহমেদ বলেন, ‘টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জে ও টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমানকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। পুলিশ সদর দফতরের নির্দেশে তাদের বদলি হয়।
তবে হঠাৎ টঙ্গীর দুই থানার ওসিকে একযোগে কেন বদলি করা হলো, এমন প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।
আরও পড়ুন: টি-শার্ট পরা ‘হামলাকারী’ পল্টন থানার ওসির ড্রাইভার মিজান
এর আগে বেশ কয়েকদিন ধরেই গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। যেখানে বলা হয়েছে, মাদকের নিরাপদ আস্তানা টঙ্গীর বিভিন্ন বস্তিগুলোতে মাদক ব্যবসাকে কেন্দ্র করেই বেশিরভাগ অপরাধ সংঘটিত হচ্ছে। যদিও এসব ঘটনায় পুলিশের ভূমিকা ছিল নিরব।
প্রতিবেদনগুলোতে পুলিশ সদর দফতরের এক তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে আরও বলা হয় মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের কাছ থেকে মোটা অঙ্কের মাসোহারা নেয়ার অভিযোগও আছে পুলিশের বিরুদ্ধে।
এসব ঘটনা প্রকাশ্যে আসার পরপরই পুলিশ সদর দফতরের এই বদলির সিদ্ধান্ত।