আইনজীবীকে ধর্ষণ মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

৪ সপ্তাহ আগে
বগুড়ায় এক শিক্ষানবিশ আইনজীবী নারীর করা ধর্ষণ মামলায় পাবনার চাটমোহর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশিদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে বগুড়া নারী ও শিশু ট্রাইব্যুনাল ২ এর বিচারক জিয়া উদ্দিন মাহমুদ এই আদেশ দেন।


এরআগে গত বছরের ৮ আগস্ট বগুড়ার শেরপুরের বাসিন্দা ওই শিক্ষানবিশ আইনজীবী একই এলাকার বাসীন্দা পাবনার কৃষি কর্মকর্তা মামুনুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয় একই বছরের ১৩ এপ্রিল ওই নারী আইনজীবীকে বিয়ের প্রলোভনে বগুড়া কাহালুতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন মামুনুর। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্তে নির্দেশ দেয়। 

আরও পড়ুন: কেন্দ্রের ভুলে ২৫ নম্বর কাটা ৮শ’ পরীক্ষার্থীর, বগুড়া জিলা স্কুলে বিক্ষোভ

ঘটনার পর থেকেই কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ নিয়ে সময় সংবাদে প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল। এক পর্যায়ে উচ্চ আদালত থেকে আসামি জামিন পান৷ প্রায় এক বছরের তদন্ত শেষে পুলিশ আজ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এসময় আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন।


বাদী পক্ষের আইনজীবী আব্দুল হান্নান বলেন, পুলিশ মেডিকেল রিপোর্টসহ দ্রুততম সময়ে তদন্ত প্রতিবেদন  দিয়েছে। আদালত তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আসামিকে কারাগারে পাঠিয়েছেন। সাক্ষ্য প্রমাণের মাধ্যমে দ্রুতই বিচারকার্য সম্পন্ন হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন