আইনজীবী জেড আই খান পান্নার গ্রেফতারের তথ্যটি মিথ্যা: বাংলাফ্যাক্ট

৪ ঘন্টা আগে
আইনজীবী জেড আই খান পান্না গ্রেফতার হয়েছেন বলে ছড়ানো তথ্যটি মিথ্যা বলে প্রমাণ করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, আইনজীবী জেড আই খান পান্না গ্রেফতার হননি।

 

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না গ্রেফতার হয়েছেন বলে দাবি করে একটি তথ্য সম্প্রতি ইন্টারনেটে ছড়ানো হয়েছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, তিনি গ্রেফতার হননি বরং নিজ বাসভবনেই অবস্থান করছেন।

 

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তাছাড়া গণমাধ্যম কিংবা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে তার গ্রেফতার হওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

 

আইনজীবী জেড আই খান পান্না গ্রেফতার হয়েছেন বলে ছড়ানো তথ্যটি মিথ্যা বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

 

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ ও জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট। সূত্র বাসস
 

]]>
সম্পূর্ণ পড়ুন