আইজিপি বাহারুল: জুলাই-অগাস্টে পুলিশের অনেকেই আইন ভঙ্গ করেছেন

৪ সপ্তাহ আগে
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)) বাহারুল আলম বলেছেন, জুলাই-অগাস্টে আন্দোলনের সময় পুলিশের কিছু সদস্য ভালো কাজ করেননি, আইনভঙ্গ করেছেন এতে কোনো সন্দেহ নেই। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পুলিশ হেডকোয়ার্টারসে তিনি এ কথা বলেন। বাহারুল আলম বলেন “যে সমস্ত পুলিশ জুলাই আন্দোলনে নিহত হয়েছেন, তারা পলিটিক্যালি ইনভলভ ছিল। বিভিন্ন জায়গায় পুলিশ হত্যা হয়েছে।” তবে নিহত পুলিশ সদস্যদের "রাজনৈতিক সম্পৃক্ততা" নিয়ে তাঁর দাবীর পক্ষে তিনি কোন প্রমাণ সরবরাহ করেননি।  তিনি আরও বলেন, ৫ অগাস্টের পর পুলিশ অনেক বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।” সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এই সরকার তো স্বচ্ছ (ট্রান্সপারেন্ট)। এখন তো খুন, গুম এগুলো নেই যে আমরা লুকিয়ে রাখব। আগের সরকারের সময়ে যেটা হতো। এখন আমাদের লুকানোর কিছু নেই।” তিনি বলেন, “আইনি ব্যবস্থা জোরদার করার জন্য আমাদের প্রযুক্তিগত সক্ষমতা যতটুকু আছে ততটা দিয়ে আমরা চেষ্টা করছি। এত মানুষ মারা গেছে, এটা বাংলাদেশ কেন, উপমহাদেশের কোথাও ঘটেনি।” বাহারুল আলম বলেন, “পরিবর্তনের পর সঠিক জায়গায় সঠিক লোক দিতে পারিনি। বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে অনেককে। আমরা গতকাল বিভাগ অনুযায়ী মেন্টরিং এবং মনিটরিং কমিটি গঠন করেছি। যারা তদন্ত করতে দক্ষ তাদেরকে আমরা সেসব জায়গায় দেব।” দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং পুলিশের মনোবল ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে তিনি কাজ করছেন বলেও উল্লেখ করেন। আন্দোলনে আহত পুলিশ সদস্য ও তাদের পরিবারের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, “যে ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন তাদের পরিবারকে পুলিশের পক্ষ থেকে ১৩ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। আর কাউকে ফিক্সড ডিপোজিট দেওয়া হয়েছে। যে আড়াই হাজার পুলিশ সদস্য আহত হয়েছেন, তাদের সঙ্গেও আমাদের এখান থেকে যোগাযোগ রাখা হয়েছে, চিকিৎসার ব্যাপারে সহায়তা করা হয়েছে।” সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবি প্রধান হারুন অর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ যেসব শীর্ষ পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন তাদের অবস্থান এখনো শনাক্ত করা যায়নি বলে জানান তিনি। তারা দেশে থাকলে খুব দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। মাঠপর্যায়ে পুলিশ সক্রিয় হওয়ার প্রশ্নে তিনি বলেন, সুনির্দিষ্ট কোনো সময় বলা না গেলেও দ্রুত সব কিছু পুনর্গঠন করা হবে। উল্লেখ্য, ২১ নভেম্বর নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নেন বাহারুল আলম। তাঁর নিয়োগের বিষয়ে ২০ নভেম্বর প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দায়িত্ব নেওয়ার পর তিনি বৃহস্পতিবার প্রথম আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। বাহারুল আলম ২০০৭–০৮ সালে এসবি প্রধানের দায়িত্বে ছিলেন। পরে পুলিশ সদর দফতরে দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসরে গিয়েছিলেন। ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন ৬ অগাস্ট রাতে মো. ময়নুল ইসলামকে আইজিপি নিয়োগ দেওয়া হয়েছিল। তখন দেশে কোনো সরকার ছিল না। পরবর্তীতে পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল করা হয়। অনেক কর্মকর্তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়। তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন বর্তমানে কারাবন্দী।
সম্পূর্ণ পড়ুন