অ্যাপেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পেরু যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন

৬ দিন আগে
বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করতে পেরুর উদ্দেশে রওনা  হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অর্ধ শতকের বেশি সময় পর এমন ঘটনা ঘটতে চলেছে। যাইহোক, তিনি যাকে ক্ষমতায় প্রত্যাবর্তন থেকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন সেই আগামী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উপরই আলোচনায় আলোকপাত করা হবে বলে ধারণা করা হচ্ছে। পেরুতে আয়োজিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা অ্যাপেক এবং ব্রাজিলে আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, জাপান, দক্ষিণ কোরিয়া ও ব্রাজিলের নেতাদের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করবেন বাইডেন। বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেছেন, ছয় দিনের বেশি সময় ধরে চলা এই বৈঠক থেকে বড় ধরণের নতুন কোনও চুক্তি বেরিয়ে আসবে না বলে ধারণা। বাণিজ্য, নিরাপত্তা ও বৈশ্বিক জোট নিয়ে আলোচনা হতে পারে। (রয়টার্স)        
সম্পূর্ণ পড়ুন