সিপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে ত্রিনবাগোর বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে সাকিবর দল অ্যান্টিগা। ফ্যাবিয়ান অ্যালেন ও অধিনায়ক ইমাদ ওয়াসিমের ব্যাটে ৬ উইকেটে ১৬৭ রানের পুঁজি পায় অ্যান্টিগা। অ্যালেন ২০ বলে করেন ৪৫ রান এবং ইমাদের ব্যাট থেকে আসে অপরাজিত ৩৯ রান।
পাঁচ নম্বরে নেমে সাকিব করেছেন ১৩ বলে মাত্র ৭ রান। উসমান কাদিরের বলে নারিনের কাছে ক্যাচ দিয়ে ফিরেছেন সাকিব। এছাড়াও, জুয়েল অ্যান্ড্রুর ব্যাট থেকে এসেছে ২২ রান। ত্রিনবাগোর হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন উসমান কাদির ও নাথান এডওয়ার্ড।
আরও পড়ুন: প্রথমবারের মতো সিপিএলে নাম লেখালেন রিজওয়ান
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলো ত্রিনবাগো নাইট রাইডার্স। কলিং মুনরোর ঝড়ো ব্যাটে দারুণ শুরু পায় তারা। মাত্র ১৮ বলে ৪৪ রান করে ম্যাককয়ের বলে আউট হন মুনরো। এরপর দ্রুত কিছু উইকেট হারিয়ে বিপদে পড়ে ত্রিনবাগো।
এরপর কেসি কার্টি ও কাইরন পোলার্ড দারুণ খেলেও দলকে জেতাতে পারেনি। পুরো ২০ ওভার খেলে ৬ উইকেটে ১৫৯ রানে থামে ত্রিনবাগোর ইনিংস। তাতে ৮ রানের জয় পায় অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স।
এদিন সাকিব বল হাতে এক ওভার করার সুযোগ পেয়েছেন। আর তাতে ২ রান খরচায় এক উইকেট তুলে নিয়েছেন। আর অ্যান্টিগার সবচেয়ে সফল বোলার ছিলেন ওবেদ ম্যাককয়। ৪ ওভারে ৩৯ রানে ৪ উইকেট নেন তিনি।