অস্বাভাবিক অবস্থায় অভিনেতা সমু চৌধুরী উদ্ধার

৩ সপ্তাহ আগে
মঞ্চ, টিভি এবং সিনেমার জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীকে অস্বাভাবিক অবস্থায় ময়মনসিংহ থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেতা সমু চৌধুরীর একটি ভিডিও। ওই ভিডিও দেখা যায়, ময়মনসিংহের গফরগাঁওয়ের মুখী শাহ্ মিসকিন মাজারের পাশে থাকা গাব গাছের নিচে শুয়ে আছেন সমু।

 

এ খবর অভিনয়শিল্পী সংঘে পৌঁছালেই দ্রুত ব্যবস্থা নেয় সংগঠনটি। এ প্রসঙ্গে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন,

এমন খবর শোনার পরপরই ঘটনার সত্যতা জানতে লোক পাঠাই। তারা সমু ভাইকে দেখার সাথে সাথে পাগলা পুলিশ ফোর্সের মাধ্যমে নিরাপদ আশ্রয় হিসেবে আপাতত থানায় এনেছেন।

 

রাশেদ মামুন অপু আরও বলেন,

আমাদের এখান থেকে সেখানে বিশেষ একটি টিম পাঠাচ্ছি। তার মানসিক ও শারীরিক অবস্থার উপর ভিত্তি করে যতদ্রুত সম্ভব ঢাকায় নিয়ে আসা হবে। তার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব আমাদের।

 

আরও পড়ুন: জাহিদ হাসান হাসপাতালে

 

 সংগৃহীত

 

প্রসঙ্গত, নব্বই দশকের জনপ্রিয় অভিনয়শিল্পীদের অন্যতম সমু চৌধুরী। তার অভিনয়ে অভিষেক হয় যশোরের উদিচি নাট্যগোষ্ঠির মাধ্যমে। অভিনেতার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জন্মভূমি, রঙের মানুষ, বিবর্ণ প্রজাপতি, অনেকেই একা, এত কষ্ট কেন ভালোবাসায়, দূরের আকাশ ইত্যাদি।

 

আরও পড়ুন: তানিন সুবহার মৃত্যুর কারণ জানা গেল

]]>
সম্পূর্ণ পড়ুন